বগুড়া প্রতিনিধি:
৪ এপিবিএন বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২১ (একুশ) বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অদ্য ২৭/০২/২০২৪ খ্রি. দুপুর ১৩.২০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের অনুমান ৩০০ গজ উত্তরে একটি আভিযানিক দল, ৪ এপিবিএন, বগুড়া অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ এবাদ আলী মোল্লা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২১ (একুশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী
১। এসএম সালমান হৃদয় (৩৫), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা-মোছাঃ ফাতেমাতুজ্জোহুরা, সাং-উত্তর ডেকড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, A/P সাং-নিশিন্দারা, কারবালা সাধোর বাড়ীর ভাড়াটিয়া থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ, কথিত এই সাংবাদিক সালমান হৃদয় ফজলু সাংবাদিকতার সুবিধা কাজে লাগিয় এই মাদক ব্যবস্থা পরিচালনা করে আসছেন। এর আগেও কয়েক মাস আগে তার স্ত্রী সালমা বেগম ১৫ বোতল ফেন্সিডিল ৪ এপিবিএন এর হাতে আটক হয়।