মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলায় সনাতন ধর্মীয় অবলম্বীদের ১৫১টি পূজা মন্দিরে সুষ্ঠুভাবে আনন্দঘন পরিবেশে পূজা উৎসব শেষে আজ ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গা উৎসব শেষ হয়েছে ।উপজেলার সাচিলাপুর বাজারের পাশে,রবি কুন্ডুর প্রতিমা,সাচিলাপুর বাজারের প্রতিমা,তারাউজিয়াল উত্তরপাড়ার প্রতিমা,বড় বাড়ি প্রতিমা,সাচিলাপুর বাজারের পাশে সরকারি দিঘিতে প্রতিমা বিসর্জন দেয়া হয় এবং তারাজিয়াল বীরেন বাবু আদিবাসীদের প্রতিমা ও টিকেটিনগর বিকাশদের প্রতিমা স্ব স্ব স্থানীয় হানু নদীতে বিসর্জন দেয়া হয় ।