মনিরামপুর স্টাফ রিপোর্টার:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজারে মূল সড়ক দখল করে মুদি দোকানের মাল বিক্রয় করছেন মুদি ব্যবসায়ী সমির কুন্ডু,ও তার ভাই স্বপন কুন্ডু,প্রতিদিন বিকাল থেকে শুরু করে রাতে দোকান বন্ধ করা পর্যন্ত রাস্তার উপরেই থাকে পিয়াজ,আলু,ঝাল ইত্যাদি।
ঢাকুরিয়া বাজারের প্রান কেন্দ্র ও একই স্থানে (ঢাকুরিয়া থেকে যশোর) যাওয়ার সি এন্ড জি, স্টান্ড এছাড়াও থাকে ছোট বড় যানবহন,মূল সড়কের উপর মুদি দোকানের মাল থাকায় এই সমস্ত যান বহন ও সাধারণ মানুষের প্রতিনিয়ত পড়তে হয় বিভিন্ন সমস্যায়।এই বিষয়ে এলাকা বাসী বলেন দীর্ঘদিন যাবত দোকানের সামনে মূল সড়ক ব্যবহার করে মুদি দোকানের মাল বিক্রয় করছে যা জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মুদি দোকানের মালিক সমির কুন্ডুকে গনমাধ্যাম কর্মী সরিয়ে রাখার বিষয়ে বললে সে বলে এটা সরিয়ে রাখবো,কিন্তু তার পরও দেখা যায় প্রতি দিন একই ভাবে দখল করে রাখছে।
দোকানের ভিতর অনেক জায়গা থাকার পরও তারা মূল সড়ক দখল করে মুদি দোকানের মাল রাখে এলাকা বাসির দাবি প্রশাসনের দৃষ্টি দিয়ে সক দখল মুক্ত রাখা।