মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
ঢাকাস্থ মাগুরা ও শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরাম কতৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর শনিবার সন্ধ্যার পর ঢাকা মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, মোঃ মিজানুর রহমান সোহাগ ,
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ,জাহিদ হোসেন, এডভোকেট, আব্দুর রশিদ,
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম,
শ্রীপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক, মোশারফ হোসেন মুসা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি , পারভেজ মোশারফ,
মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জালাল শেখ, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্য ইঞ্জিনিয়ার সোহাগ, ঢাকা মহানগরী উত্তর যুবদলের নেতা, জিহাদুল ইসলাম ।
এছাড়াও ঢাকায় অবস্থানরত শ্রীপুর উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মত বিনিময় ও আলোচনা সভায়- জুলাই আগস্টে আন্দোলনে শহীদদের আত্মায় মাগফেরাত কামনা করা হয় ।
উপস্থিত সবার সম্মতিক্রমে শ্রীপুর উপজেলা থেকে আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকায় অবস্থানরত ,শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ফোরামের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় ।
এ সময় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের রূপরেখা ও বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি আলমগীর হাসান সোহান ।