ঢাকায় ২দিন ব্যাপী মুন্সীগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক: মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: 7 months ago

শরিফুল খান প্লাবন:

 

ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নী মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প এর আয়োজনে ঢাকার উত্তরা বিএলসির প্রশিক্ষণ হলে গত ১৫ মে থেকে ১৬ মে পর্যন্ত এই ২দিন ব্যাপী মুন্সীগঞ্জ প্রবাসবন্ধু ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে প্রশিক্ষণে প্রবাসবন্ধু ফোরামের কমিটির সদস্যবৃন্দ অংশ নেয়।

 

প্রশিক্ষণে বিদেশ গামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে করনীয়,বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বিষয়ে কাগজে কলমে প্রশিক্ষণ হয় এছাড়াও প্রবাসবন্ধু(মাইগ্রেশন ) ফোরামের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশিক্ষণ হয় । সঠিক তথ্য জেনে মানুষ যেন নিরাপদে অভিবাসন করতে পারে এবং বিদেশে সমস্যাগ্রস্ত ,পাচারের শিকার ও প্রতারিতরা যেন প্রয়োজনীয় সেবা পায় সেই লক্ষ্যে কিভাবে কাজ করবে প্রবাস বন্ধু কমিটির সদস্যরা তা স্থান পায় প্রশিক্ষণে ।

 

একই সাথে অভিবাসির অধিকার ও মর্যাদা রক্ষায় নিজ অবস্থান থেকে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনের কি করনীয় তা নিয়েও প্রশিক্ষণ আলোচনা হয় ।

 

প্রশিক্ষণে সঞ্চালনায় ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সাইকোসোশ্যাল কাউন্সেলর প্রিন্স সাহা সোহাগ,সহযোগীতায় মুন্সীগঞ্জ সদরের প্রোগ্রাম অর্গানাইজার আলেয়া আক্তার, শ্রীনগরের প্রোগ্রাম অর্গানাইজার মো. মহিউদ্দিন।প্রবাস বন্ধু ফোরাম আরও অংশ নেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও টঙ্গীবাড়ি ও সিরাজদিখাণ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

error: Content is protected !!