মোঃ বেল্লাল হাওলাদার, স্টাফ রিপোর্টার:
ঢাকাকে একটি সুন্দর, পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তেমনিভাবে রাজউক জোন-৪/৩ কে পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রকৌশলী জোটন দেবনাথ। তিনি রাজউকের প্রধান কার্যালয় থাকাকালীন সময়ে ৬/১ এর অথরাইজড অফিসার হিসেবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, রাজউকের নিয়ম মেনে কাজ করায় কিছু অসাধু চক্রের চক্ষুশূলে পরিণত হন জোটন দেবনাথ। নিয়মবহির্ভূত ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে সহযোগিতা না করায় নানা সময় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যে অভিযোগ করে আসছে চক্রটি।
এই বিষয়ে প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, ‘কিছু অসাধু চক্র গণমাধ্যমে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে এবং আমার চরিত্র হরণের চেষ্টা করছেন। অভিযোগের বিষয়ে এই প্রকৌশলী আরো বলেন, ‘বর্তমানে রাজউক ভবন নির্মাণে রাজউকের বিল্ডিং কোড অনুসারে রাজউকের নকশা পাস করে যথাযথ প্রক্রিয়ায় ভবন তৈরি বাধ্যতামূলক করেছে। আমার সাধ্যমতো সর্বোচ্চ সেবা দিয়ে কাজ করলেও একটি মহল ফায়দা হাসিল করতে না পেরে আমাকে নানাভাবে হয়রানির চেষ্টা করছে। শুধু সৎ থাকার কারণে আমি অনেকের চক্ষুশূলে পরিণত হয়েছি।’
তথ্যসূত্রে জানা যায় ২০১৫ সালে সহকারী অথরাইজ অফিসার হিসেবে যোগদান করেন প্রকৌশলী জোটন দেবনাথ। তখন থেকেই নিষ্ঠা ও সততার সাথে তার দায়িত্ব পালন করে সুনাম অর্জন করছেন। যার ফলশ্রুতিতে ২০২০ সালে তিনি অথরাইজড অফিসার (চলতি দায়িত্ব) পদোন্নতি লাভ করেন এবং রাজউকের আটটি জোনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জোন ৬/১ এর দায়িত্বপ্রাপ্ত হন। ৬/১ এ তার প্রজ্ঞা ও যোগ্যতায় মানুষকে সেবা দিয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। বর্তমানে তিনি ৪/৩ এলাকায় পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন।