এস,কে বাপ্পি খুলনা ব্যুরো:
ডুমুরিয়ায় অত্র প্রশিক্ষিত যুব আত্মকর্মীদের নিয়ে ভেটেরিনারি প্রাথমিক পল্লী প্রাণী সম্পদ সেবা সংগঠন নামক একটি যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শনিবার সকালে ডুমুরিয়া বাজারে সবার উপস্থিতিতে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ সভায় সভাপতিত্ব করেন,উপ–সহ প্রাণিসম্পদ অফিসার (অব:) মোঃ আলতাফ মাহমুদ। বক্তৃতা করেন, ইসমত খান, হরিশ চন্দ্র দাস, আছাদুল শেখ, বাবলু কবির, উজ্জল চন্দ্র দাস, আলোচনা সভা শেষে বলেন, ডুমুরিয়া উপজেলায় শিক্ষিত বেকার যুবক, যুব উন্নয়ন অধিদপ্তর ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে প্রাথমিক প্রাণী চিকিৎসা সেবা ও কৃত্রিম প্রজনন পেসার সঙ্গে যুক্ত রয়েছে।প্রায় দু’শতাধিক প্রশিক্ষিত যুবক উপজেলার বিভিন্ন প্রান্তে দিনে রাতে প্রাণী সম্পদের সেবা দিয়ে যাচ্ছে।
এ সংগঠনটির মূল উদ্দেশ্য বাংলাদেশ প্রাণী সম্পদের দুধ ও মাংসের চাহিদা পুরণে ডেইরি ও ফ্যাটেনিং সেক্টর দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া।
সভায় সর্ব সম্মতিক্রমে আনোয়র হোসেনকে সভাপতি এবং আলতাফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
সিনিয়র সহ সভাপতি ইসমত খান,সহ সভাপতি, হরিশ চন্দ্র দাশ,সহ সভাপতি, আহাদুল শেখ,সহ সভাপতি, বাবলু কবির, যুগ্ম সাধারণ, বাবু উজ্জ্বল চন্দ্র দাস, যুগ্ম সাধারণ,মনিরুল ইসলাম সজল, যুগ্ম সাধারণ,আনন্দ রায়,যুগ্ম সাধারণ,রিফাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, খান নরুল ইসলাম, কোষাধ্যক্ষ, সাইফুল ইসলাম নিলু,দপ্তর সম্পাদক, উত্তম সরকার,প্রচার সম্পাদক, অলোক কুমার হালদার, উই প্রচার সম্পাদক,আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য আসমা বেগম,জুল ফিকার,বুদ্দীস্বর মিস্ত্রি, এবাদুল ইসলাম, মনিরুল ইসলাম, শাহিন হোসেন, সুধাংশু সদ্দা, মোঃ শহিদুল ইসলাম নিউটন রায়,শমির রায়।