এস,কে বাপ্পি ব্যুরো:
ডুমুরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় চুকনগর হাইওয়ে পুলিশের চেকিং এর নামে নিরীহদের হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ডুমুরিয়া থেকে কৈয়াগামী ইজিবাইক আটক ও মামলা দিলেও চুকনগরে র্নিবিঘ্নে ইজিবাইক চলায় উদ্বেগ প্রকাশ করা হয়। গতকাল সকাল ১১ টায় অফিসার ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। পরে উন্নয়ণ সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান গাজী ইজাজ আহমেদ। বক্তৃতা করেন উপজেলা ভাইচ চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইচ চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রানী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল মতিন, ডুমুরিয়া প্রেসক্লাবে সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, চেয়ারম্যান গাজী হুমাউন কবীর বুলু, শেখ দিদারুল ইসলাম প্রমুখ। যৌথ সভায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সকল পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে সকল কাজ করার তাগিদ দেয়া হয়। পরে প্রদানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত অসুস্থদের মাঝে চেক বিতরন করা হয়।