![](https://newsbdjournalist24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এস কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
ডুমুরিয়া লায়ন্স ক্লাবের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক আট দলীয় আন্ত ইউনিয়ন হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া সদরের জিলেঘাট নামক স্থানে শনিবার দিনব্যাপী এ খেলায় সদর ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের বাসিন্দারা অংশ গ্রহণ করেন।
চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় রাত ১০ টায়। ফাইনালে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও ইউপি সদস্য লুৎফর মোড়লের আরাজি ডুমুরিয়ার ৫ নম্বর ওয়ার্ডের দল বিজয়ী হয়।
খেলায় আরাজি ডুমুরিয়া দল এবং দক্ষিন ডুমুরিয়া লায়ন্স ক্লাবের দল ২-২ গোলে সমতার পর ২থজন খেলোয়াড়ের ব্যবধানে আরাজি ডুমুরিয়া দল বিজয় লাভ করে। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সভাপতি শেখ আজমত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রিজাউল করিম রানার সঞ্চালনায় ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের লিটন।এর আগে সকাল ১০ টায় খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুল কাদের।