এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে শারদীয় দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের নিকট সরকারী বরাদ্ধে অর্থ, হিন্দু কল্যাণ ট্রাষ্ট্রের অর্থ, সংসদ সদস্য ও পূজা উদয়াপন পরিষদের সভাপতি’র নিজস্ব অর্থ বিতরন করা হয়েছে। এবার উপজেলায় ২১৪ টি মন্দিরে শারদীয় দূর্গা উৎসব
মহা ধুমধামের মধ্যে শুরু হয়েছে। অর্থ বিতরন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি নির্মল বৈরাগী সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার শরীফ আসিফ রহমান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া ও প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ। সভায় ১৪ টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন। প্রতিটি মন্দিরে সরকারি ২০ হাজার টাকা, সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের ১ হাজার টাকা, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ১২’শ ১৯ টাকা এবং উপজেলা পূজা পরিষদের সভাপতি নির্মল বৈরাগীর ৫’শ টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার ২১৪ টি মন্দিরে ১০৭ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। গত ১৪ অক্টোবর সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দের
উপস্থিতিতে প্রকাশ্য ডাকের মাধ্যমে প্রতি মেট্রিক টন চাল ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়। সবোর্চ্চ দর দাতা হন পরিমল কুন্ডু।