ডুমুরিয়ায় স্বাধীন আ*ত্মহ’ত্যার হয়’রানীমু’লক মামলা প্রত্যা’হা’রের দাবীতে সং’বাদ সম্মে’লন

লেখক: সাব্বির হোসেন বাপ্পি
প্রকাশ: 17 hours ago
oplus_2

এস কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
খুলনার ডুমুরিয়ায় স্কুল ছাত্র স্বাধীন আত্মহত্যা করেছে। আত্মহত্যা মামলাও হয়েছে। অথচ অন্যকে ফাসাঁতে পূণরায় দেওয়া হয়েছে হয়রানীমুলক মামলা। ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এমনটি দাবি করেছেন মুক্তা বেগম নামে এক গৃহবধূ। শুক্রবার(২৭ ডিসেম্বর)  সকাল ১১ টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তা বেগম বলেন, শাহপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র স্বাধীন সরদার ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া আমার মেয়েকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। যার কারণে মানষিকভাবে ভেঙ্গে পড়ে আমার মেয়ে। বিষয়টি স্বাধীনের পরিবারকে জানানো হলে তারা স্বাধীনকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। একপর্যায়ে গত ২২ ডিসেম্বর রবিবার দুপুরে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে স্বাধীন।
এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এদিকে স্বাধীনের মা রেক্সনা বেগম বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর ডুমুরিয়া থানায় আত্মহত্যা প্ররোচনামুলক একটি মামলা করে। যে মামলায় আমার স্বামী সেলিম গাজীসহ আমার ভাই রায়হান সরদার ওরফে টিটু ও শামীম সরদারকে আসামী করা হয়। ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই হয়রানীমূলক ওই মামলা প্রত্যাহারের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময়ে উপস্থিত ছিলেন শিউলী বেগম, জহির সরদার, সাজেদ গাজী, নাসির গাজী, রুবিনা বেগম, মনিরুল সরদার, রিক্তা বেগম প্রমুখ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ মোঃ জাকির হোসেন জানান, স্বাধীনকে গলায় রশি দিয়ে ঝুলান্ত অবসস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু এবং একটি আত্মহত্যা প্ররোচনা মামলা হয়েছে। মামলার দুই আসামী টিটু ও শামীমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
error: Content is protected !!