প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ
ডুমুরিয়ায় সামাজিক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস,কে বাপ্পি খুলনা ব্যুরো:
‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে সামাজিক কর্মকান্ড- ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক ১ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবসমাজকে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক কাজে উদ্বুদ্ধ করতে এ প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সভায় যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘যুগে যুগে দেশের যুবসমাজই দেশ ও জাতিকে এগিয়ে নিয়েছে। নিজেদের দক্ষ ও সামজিকভাবে সম্পদে পরিণত করতে হবে। সঠিক দিক-নির্দেশনা ও পরিকল্পনার মাধ্যমে দেশ, জাতি ও সমাজকে এগিয়ে নিতে হবে।’ এলাকার মানুষের পাশে দাঁড়ানো, নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, সে পরামর্শসহ যুবদের কাজ করার প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, চাকরির পেছনে না ছুটে যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজেরাই কীভাবে স্বাবলম্বী হওয়া যায়, সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্তকর্তা রীনা মজুমদার, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামরুল ইসলাম, এছাড়াও যুব দপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com