ডুমুরিয়ায় মাদ্রাসার পুকুরে ডুবে ১ ছাত্রের মৃত্যু 

লেখক: Champa Biswas
প্রকাশ: 4 months ago
oplus_1058

এস কে বাপ্পি খুলনা ব্যুরোঃ

খুলনার ডুমুরিয়া উপজেলার ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানার পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্রের নাম তৌফিক হাসান রাজ (৭)।

শুক্রবার (২ আগষ্ট ) আছরবাদ মাদ্রাসার পুকুরে ওযু করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তৌফিক হাসান রাজ যশোর জেলার কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে কামরুল হাসানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তৌফিক তার নানার বাড়ি ছোট বেলা থেকে, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া থাকতো।

ডুমুরিয়ায় ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসা ও এতিমখানায় সে নুরানী বিভাগে ছাত্র ছিলেন। শুক্রবার আছরের নামাজের জন্য পুকুরে ওযু করতে যান।

শিশুটি সাঁতার না জানায় পানিতে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হয়েছে।

এক পর্যায়ে নিখোঁজ হয়ে পড়লে তার বড় ভাই একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তাহসিন হাসান অনেক খোঁজাখুঁজি করে পানিতে জুতা ভাসতে দেখেন পরবর্তীতে আশেপাশে ছাত্রদের ডেকে এনে পুকুরে খোঁজাখুজি করলে, পানির নিচে থেকে মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ ঘটনায় মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা শরিফ এনামুল হক, জানান আমি তখন মাদ্রাসায় ছিলাম না, মুঠে ফোনে ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক মাদ্রাসায় আসি।

ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আব্দুল কাদের ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, ঘটনা আমি শুনেছি ও মাদ্রাসায় গেয়েছিলাম।

স্থানীয়দের অভিযোগ মাদ্রাসার পুকুরের চারপাশ ও অরক্ষিত থাকায় বা কোন ঘেরাবেড়া না থাকায় এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে।

এ ঘটনার ডুমুরিয়া থানার ওসি অপারেশন মোঃ কবির হোসেন বলেন এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেন নাই। তবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং৪৩/২৪।

এর আগে বিগত ২০২২ সালে একইভাবে আরেক জন ছাত্রের মাদ্রাসার পুকুরে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটেছিলো।

error: Content is protected !!