এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২’১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে ডুমুরিয়া উপজেলায় ১২০টি পরিবারকে এ ঘর দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলার শিল্পকলা একাডেমির হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশিষ মমতাজ, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ডুমুরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার মেহরাব হাসান সাব্বির, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা আইসিটি অফিসার সুমন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন প্রমুখ। জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ ও জমি হস্তান্তর ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) ডুমুরিয়া উপজেলায় ১২০টি পরিবার এ সুবিধা পেয়েছেন।