ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ঘের মালিক আহত

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

এস,কে বাপ্পি খুলনা ব্যুরো:

ডুমুরিয়া উপজেলার দত্তগাতি গ্রামে প্রতিপক্ষের হামলায় সমারেশ মন্ডল( ৪০) নামে এক মৎস্য ঘের মালিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। ডুমুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও গত দু’দিনে কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দত্তগাতি গ্রামের সমারেশ মন্ডলের মৎস্য ঘেরে পানি দিতে নিষেধ করে প্রতিপক্ষ

চিন্ময় বাছাড় ও তন্ময় বাছাড়। এত ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে মৎস্য ঘেরে যাওয়ার সময় সমারেশকে কচা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় সমারেশ মন্ডলের স্ত্রী আলো মন্ডল ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে তিনি জানান।

error: Content is protected !!