ডেস্ক রিপোর্টঃ
খুলনা ডুমুরিয়া উপজেলার সাহস-রাজাপুর এলাকায় প্রতিপক্ষরা একটি নির্মাণাধীন বসতবাড়ি ও তার সীমানা প্রাচীর ভাঙচুরসহ দু’জনকে মারধোর করেছে। এরমধ্যে বাড়ি মালিক আব্দুল হালিম শেখের অবস্থা আশঙ্কাজনক। ৫জুলাই বুধবার দুপুর ১২টার দিকে এ হামলা চালানো হয়।
স্থানীয় ও ডুমুরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের সাহস-রাজাপুর গ্রামের বাসিন্দা হালিম শেখ (৩৬) কেনা জমির ওপর বসতবাড়িসহ সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। প্রায় ১০ দিন ধরে চলছে নির্মাণ কাজ। এরই মধ্যে বুধবার দুপুর ১২টার দিকে নজরুল মাষ্টার ও তার দুই ছেলে নাজমুল ও নাইমের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে কাজের মিস্ত্রীদের বাঁধা দিয়ে ঘরের কলাম-পিলার ও প্রাচীর ভাঙচুর শুরু করে। তারা প্রায় ১ঘন্টা ধরে সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা বাড়ি মালিক হালিম শেখ ও তার ভাইপো আরিজুল শেখকে ধরে বেদম মারপিট করে।
হামলাকারীদের লাঠির আঘাত ও ধারালো দা’র কোপে হালিম শেখ রক্তাক্ত জখম হয়। এরপর আহত দু’জনকে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হালিম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার ডান পায়ের গোড়ালী ও মাথায় কুপিয়ে দেয়ায় অবস্থা সংকটাপন্ন।