এস.কে বাপ্পি,খুলনা ব্যুরো:
সোমবার ২৯শে মে দুপুরে ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিষ মোমতাজ যোগদান করেছেন। এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভূমি অফিসের সার্ভেয়র আবু সাঈদ, সহকারী নাঈম উদ্দীন সানা ও নাজির মোঃ সাইফুল্লাহসহ অনেকেই। তিনি মঙ্গলবার থেকে নিয়মিত অফিস করবেন বলে জানা যায়।
তিনি চাপাই নবাবগঞ্জ ভূমি অফিসে দীর্ঘদিন সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপর খুলনা ডিসি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বিসিএস ৩৭ তম ব্যাচে প্রশাসন ক্যাডার হিসাবে ছিলেন।