ডুমুরিয়ায় দাবিকৃত চাদাঁ না দেয়ায় মার্কেটের কাজ বন্ধ
লেখক:
mosharraf hossain প্রকাশ: 2 years ago
ডুমুরিয়ায় দাবিকৃত চাদাঁ না দেয়ায় মার্কেটের কাজ বন্ধ
এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ
দাবিৃকত চাদাঁ না দেয়ায় খুলনার ডুমুরিয়ার নতুনরাস্তার মোড়ে মার্কেট নির্মানে বাধাঁ দেয়ার অভিযোগ উঠেছে। প্রথম দফায় ৯৯৯ এ ফোন করে প্রতিকার পেলেও দ্বিতীয় বারে আবারও কাজ বন্ধ করা হয়েছে। নিরুপায় হয়ে ভ্থক্তভোগি বিচারের দাবিতে নানা দরজায় ধর্ণা দিচ্ছেন। সরেজমিন যেয়ে এবং একাধিক দায়িত্বশীল সুত্রে এসব তথ্য জানা যায়। জানা যায়, উপজেলার নতুনরাস্তা গ্রামে জুবায়ের ফকিরের ৫ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে মার্কেট নির্মানের জন্য প্লান পাস করতে উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম এবং ইউপি সদস্য মহাসীন শেখ এর কাছে আবেদন করেন জুবায়ের ফকির। সকল প্রকার কাগজ পর্যালোচনা করে উপজেলা চেয়ারম্যান উপচেকা/ইমাঃ/অনুঃ/প্রতিঃ/ডুমু/খুলনাঃ২০২২-৭০(২)৯৩ নম্বর স্বারকে গত বছর ২২ ডিসেম্বর মার্কেট নির্মানের অনুমোদন
দেয়। ফলে সকল প্রকার নিয়ম মেনে জুবায়ের ফকির নিজ মার্কেটের কাজ শুরু করে গেল ২৪ মার্চ ১ম রমজান শুক্রবারে। এলাকার একটি সংঘবন্ধ চক্র কাজ শুরু করায় জুবায়ের ফকিরের কাছে ২ লাখ টাকা চাদাঁ দাবি
করে। চাদাঁ না দেয়ায় তারা কাজ বন্ধ করে দেয়। এ সময়ে জুবায়ের ফকির ৯৯৯ এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ায় ওই চক্রটি ছটকে পড়ে। গেল ১৩ দিন নির্বিঘ্নে মার্কেটের কাজ হলেও গত ৬ এপ্রিল সকালে পূনরায় ওই চক্রটি আবারও চাদাঁর দাবিতে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। জুবায়ের ফকির জানান, তার ভগ্নিপতি শাহিন সরদারের কাছে ওই চক্রের দু’ সদস্য জুয়েল ফকির ও সাইফুল্লাহ ফকির মোবাইল ফোনে চাদাঁর টাকা দাবি করেছে। এ ব্যাপারে শাহিন মেম্বর বলেন, ০১৯১৪২৭৫৮৪৫ নম্বর ফোন দিয়ে জুয়েল ফকির বলেন, কাজ পূণরায় চালু করলে দু’লাখ টাকা চাদাঁ দিতে হবে। অন্যথায় তারা তার শ্যালক জুবায়েরকে নানা ধরনের ক্ষতি করার হুমিক দিচ্ছেন। জুবায়ের ফকির
বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে ০১৯১৪২৭৫৮৪৫ নাম্বার মোবাইলে কল দিলেও কোন ব্যক্তি ফোনটি রিসিভ করেননি। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কণি মিয়া বলেন, চাদাঁর দাবিতে মার্কেটের কাজ বন্ধ এ রকমের কোন ঘটনা তার জানা নেই। কোন অভিযোগও এখনও কেউ করেনি বলে তিনি জানান।