এস,কে বাপ্পি ব্যুরো:
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” স্লোগানকে সামনে রেখে এই প্রথম সারাদেশের ন্যায় খুলনা জেলার ডুমুরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা–৫ আসনের সাংসদ সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ (এমপি)।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস,এম কামরুজ্জামান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা পিআইও আশরাফ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমবায় অফিসার জাহিদুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন, খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল চন্দ্র সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান তার বক্তব্যে বলেন, দেশে প্রথম বারের মত এই দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদের আরো বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেছে