এস.কে বাপ্পি,খুলনা ব্যুরো:
ডুমুরিয়ায় কৃষি দপ্তরের আয়োজনে কন্দাল ফসল ঊন্নয়ন আওতায় কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৮শে মে সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মেলায় আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারন অফিসার মো: ওয়ালিদ হোসেন পরিচালনায় আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান প্রমুখ। প্রধান অতিথি মেলায় কন্দল ফসলের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।