ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

এস.কে বাপ্পি,খুলনা ব্যুরো:

শনিবার (১২ই আগষ্ট) সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে ডুমুরিয়া যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক যুব দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় তরুণদের জন্য সবুজ দক্ষতা: একটি টেকসই বিশ্বের দিকে।এসব সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান। এ সময় তিনি বলেন। বর্তমানে বাংলাদেশ প্রায় অর্ধেক জনগোষ্ঠীই তরুণ ও যুবক। তারাই উন্নয়ন বাংলাদেশ বিনির্মাণের প্রকৃত কারিগর। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ হোসেন, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মুহা. রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রমুখ।আলোচনা সভা শেষে ২০ জনকে প্রশিক্ষনের সনদ সহ ৫০টি গাছের চারা বিতরন করা হয়।

error: Content is protected !!