সোহেল রানাঃ
যশোরের শার্শার ডিহি ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার ডিহি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডিহি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মকবুল হুসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টের গণ বিপ্লবের স্বাধীনতাকে যুবকদেরকে রক্ষা করতে হবে এবং নিজেদেরকে সৎ, যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
ডিহি ইউনিয়ন জামায়াতের টিম সদস্য হাফেজ শাহিনুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামায়াতের যশোর জেলা মজলিসে শুরার সদস্য ও শার্শা উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, ডিহি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রমজান আলী,গোকর্ণ সাড়াতলা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আল মামুন, সাইফুল হাসান, রফিকুল ইসলাম,খাঁন টিপু সুলতান প্রমুখ।