ডা. কাজেম আলী হত্যা-কাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 3 months ago

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:

২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে নগরীর কলাবাগান এলাকায় দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে হত্যা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলীকে।
হত্যা-কাণ্ডের ঘটনায় জড়িতদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ শনিবার (২৪ আগষ্ট) বেলা ১১ টার সময় রামেক এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দরা অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যা-কাণ্ডের সাথে জড়িত খুনিদের এখনও ধরতে পারেনি পুলিশ। মানববন্ধনে রাজশাহীর চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

বাক্তারা হত্যা-কাণ্ডটিকে পরিকল্পিত বলে দাবি করেন। তারা বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরাই এর সাথে জড়িত। দিন দিন চিকিৎসা ক্ষেত্রে তার সুনাম, হতদরিদ্রের ফ্রী চিকিৎসা ও বিভিন্ন মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানে দান এসব কিছু দেখে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়েছিল।

এই হত্যা মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ। মানববন্ধনে বক্তারা তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত ধরে সর্বোচ্চ শাস্তির জরালো দাবি জানান।

ডা. কাজেম আলী পরিবার বলেন, হত্যাকান্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।

error: Content is protected !!