কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গাইড লাইন এর ম্যাপ ও শিশুদের বিনোদনের সামগ্রী। এদিন ডায়মন্ড হারবার জেলা পুলিশের ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের পরিবহন দপ্তরে র রাষ্ট্রীয় মন্ত্রী শ্রী দিলীপ মন্ডল এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস সহ অন্যান্য জেলা পুলিশ আধিকারিক। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরে র রাষ্ট্রীয় মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যান্য বিধায়করা।
এই অনুষ্ঠানে পথচারী মহিলা ও শিশুদের জন্য একটি গাইড লাইন বই প্রকাশ করা হয়েছে। তাতে রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করার কথা বলা হয়েছে। এবং শিশুদের মনোরঞ্জন করতে উপহার ও বিনোদন এর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।আগত দুর্গা পূজা উপলক্ষে যান নিয়ন্ত্রণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ।তারা ইতিমধ্যে বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা ও যানবাহন চলাচলে নিত্যযাত্রীদের সহযোগিতা এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামানো পুলিশ বাহিনী কে।এ ব্যাপারে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস প্রতিটি থানা কে সজাগ থাকতে হবে বলেছেন।
ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ ও উস্তি ও মগরাহাট থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সানোকার ও উস্তি থানা র ওসি আসাদুল সেখ এবং ডায়মন্ড হারবার থানার আই সি এবং বজবজ,বিড়লা পুর থানা র ওসি আব্দুল মানজান সাহেব এবং বিষ্ণুপুর থানা র আই সি ও মহেশতলা থানা ও রামনগর থানা ও মগরাহাট থানার ওসি সহ ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রতিটি থানা র অফিসার কে সজাগ থাকতে বলা হয়েছে। রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামানো হয়েছে উইনাস টিমের সদস্যদের।
ভীড় মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবধরনের সহযোগিতা করবে পুলিশ বাহিনী। চুরি ও ছিনতাই রুখতে নামানো হয়েছে সাধা পোশাক এর গোয়েন্দা বিভাগের সদস্যদের। প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে সি সি টি ভি ক্যামেরা।
আজ মঙ্গলবার তারিখ ০৮/১০/২০২৪,রাত বারোটা দশ মিনিট।