ডাক বাংলা সাহিত্য একাডেমির কেন্দ্রীয় কমিটি গঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

জামালপুর প্রতিনিধি:

ডাক বাংলা সাহিত্য একাডেমির ২০২৩-২০২৪ সেশনের ২৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় উক্ত কমিটির কমিটিদের নাম অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের সদস্যদের সিদান্ধ মোতাবেক ডাক বাংলা সাহিত্য একাডেমির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শ ম দেলোয়ার জাহান এবং সাধারন সম্পাদক সৈয়দা হাবিবা মুস্তারিনের যৌথ্য বিবৃতিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

অত্র কমিটির প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান নিজামী, উপদেষ্টা ড. মোঃ হাফিজুর টহমান লিটু,ড. আ ন ম এহসানুল মালীকি,ড.মোঃ আবু তাহের,অধ্যাপক শাহজাহান শাজু,সুভায়ন খীসা,আদিল মাহমুদ,মুশাররফ হোসেন মুছা,গাজী বেলাল উদ্দিন,লায়ন সিদ্দিকুর রহমান,মাসুম আহমেদ রানা,দীনেশ চন্দ্র মন্ডল,বেলাল আহমেদ,ইলোরা সোমা,সৈয়দ পাবেল মাহমুদ, সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত,জাহিদ হোসেন মোল্ল্যা,শ্যামলী ইসলাম, রশিদ আহমেদ, রৌনকা আফরুজ সরকার,জয়নুল আবেদীন বিজয়,ডা.জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, হানিফ রাজা,আনোয়ার হোসেন।

সদস্যরা হলেন যথাক্রমে, প্রতিষ্ঠাতা ও সভাপতি : শ ম দেলোয়ার জাহান, নির্বাহী সভাপতি : সৈয়দ তৌফিক কামাল, সিনিয়র সহ-সভাপতি : ইমদাদুল হক, সহ-সভাপতি : এম এ জলিল, সহ-সভাপতি : মোঃ অহিদুর রহমান, সহ-সভাপতি : জাহাঙ্গীর আলম রকি, সাধারণ সম্পাদক : সৈয়দা হাবিবা মুস্তারিন, যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ শাহ্ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক : তাসনোভা তুশিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক : অয়ন কুমার সরকার, প্রচার সম্পাদক : শাহনেওয়াজ ইবনে শাহজাহান, দপ্তর সম্পাদক : শুভ্র দেব, অর্থ সম্পাদক : মোঃ হাসানুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক : মিতু ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক : জাহানারা রেখা, শিক্ষা বিষয়ক সম্পাদক : উম্মে জেসমিন, মহিলা বিষয়ক সম্পাদক : রাফেজা খানম রত্না, আইন বিষয়ক সম্পাদক : এ্যাডভোকেট মহসিন উদ্দিন টমাস, সমাজ কল্যাণ সম্পাদক : মাহফুজ বিন ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক : জহিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক : মৃধা মুজাহিদুর রহমান পলাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : লুৎফুন নাহার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক : বাদশা খন্দকার ফরিদপুরী, নির্বাহী সদস্য : মোহাম্মদ আলী আসসাকী, নির্বাহী সদস্য : আহসানুল ফেরদৌস, নির্বাহী সদস্য : মরিয়ম আক্তার এবং নির্বাহী সদস্য : বিলকিছ নাহার মিতু।

২০২৩-২০২৪ সেশনের জন্য এই ২৪ জন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়।যার মেয়াদ ১৬ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

error: Content is protected !!