প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৬:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৪, ৭:২৪ পূর্বাহ্ণ
ঠাকুরাঁওয়ে বয়লার বিষ্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত আহত-২
মোঃ রাজু রংপুর বিভাগী প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, দীপ্তি দাস (২৯), তার মেয়ে পূজা (১২), ভাতিজা পলক(১৪)। আহত হয়েছেন দীপ্তি দাসের স্বামী সাগর দাস ও অপর এক পথচারী। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে ।
সুত্র জানায়, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিল সাগর দম্পতি পরিবারের চারজন। এসময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইসমিলের বয়লার আকষ্মিক ভাবে বিষ্ফোরণ হলে সাগর দাসের স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। আহত হন সাগরসহ দুইজন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীঘৃদিন ধরেই মিলটি প্রায় পরিত্যক্তভাবেই পরে ছিল। মাঝে মাঝে এটি ব্যবহার হত। মিলের মেরামত সহ রাস্তার পাশ থেকে রাইস মিলের বয়লারটি সরিয়ে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল এলঅকাবাসী। কিন্তু এলাকাবাসীর দাবিকে কোন তোয়াক্কা করেনি রাইসমিলের মালিক।
জেলা প্রশাসক মাহবুবুর রহমান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com