ঠাকুরগাঁওয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কেমিস্ট্রি কার্নিভাল

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

মোঃ রাজু আহমেদ রংপুর বিভাগীয় প্রতিনিধি :
দেশের প্রত্যন্ত এবং সীমান্তবর্তী জেলা গুলির শিক্ষার্থীদের মাঝে রসায়ন জনপ্রিয়তা বাড়াতে রসায়ন জনপ্রিয়করন কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ে কেমিস্ট্রি কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান কেমিক্যাল সোসাইটির আয়োজনে এবং ফলিত রসায়ন কেমিকৌশল বিভাগ (ঢাকা বিশ^বিদ্যালয়) এর সহযোগীতায় গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁও সরকারী কলেজের বিজ্ঞান ভবনে এ কার্নিভালটি অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারী কলেজের সহকারী অধ্যক্ষ জিন্নাতুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুঁঞা, ঢাকা বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সাহারুজ্জামান।
দেশের প্রত্যন্ত অঞ্চল গুলির শিক্ষার্থীদের মাঝে রসায়নকে জনপ্রিয় করন ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এ কেমিস্ট্রি কার্নিভালে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের অষ্টম, নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্যেণীর প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
error: Content is protected !!