ঠাকুরগাঁওয়ে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত 

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ রাজু,রংপুর বিভাগীয় প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ আয়োজনে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এসময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, উন্নয়ন সংস্থা ইএসডিও’র ফোকাল পার্সল শামিম পারভেজ, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন প্রমুখ।  বক্তারা বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিষয়ের উপরে তথ্যচিত্র উপস্থাপন করেন এবং বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করেন।

error: Content is protected !!