প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকারে জরিমানা
মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সদর উপজেলার বিভিন্ন স্থানে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
অভিযান পরিচালনাকালে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার মেসার্স আল ইমরান বেকারীকে ৫ হাজার এবং ফেরসাডাঙ্গী বাজারের মোস্তফা ষ্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাবসায়ীক প্রতিষ্ঠান ও বিক্রয় ও বিপনন কেন্দ্র গুলোতে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ ধরনের অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com