ঠাকুরগাঁওয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স

লেখক:
প্রকাশ: 1 year ago

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ম্যাজিষ্ট্রেসী আদালতের বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে “পুলিশ-ম্যাজিস্ট্রেসী” ফনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  ঠাকুরগাঁও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে গতকাল শনিবার দুপুরে জেলা জজ আদালতের সভা কক্ষে এ কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আসাদুজ্জামান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও পাবলিক প্রসিকিউটর এ্যাড. শেখর কুমার রায় প্রমুখ।
এছাড়াও জেলার ৭ থানার অফিসার ইনচার্জ, কোট ইন্সপেক্টর, সিআইডি কর্মকর্তা, ডিবি কর্মকর্তা, পিবিআই কর্মকর্তাসহ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত থেকে বক্তব্য দেন।
error: Content is protected !!