প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৩, ২:৪৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক
ঠাকুরগাঁওয়ে পর্নোগ্রাফি তৈরি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক
রাজু ঠাকুরগাঁও বিভাগীয় প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে নগ্ন পর্নোগ্রাফি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার(২ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহারকৃত ২৯ টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ঝাড়গাঁও গ্রামের আবুল কালামের ছেলে ওমর ফারুক(২২), ঘনি বিষ্টপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আরিফুল ইসলাম(২২), সেনিহারী গ্রামের বদিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান(২০) ও নওগাঁ পত্মীতলার মোবারকপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা(২২)।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নগ্নছবি ও ভিডিও সংগ্রহ করে পর্নোগ্রাফি তৈরি করে পুনরায় সামাজিক মাধ্যমে আপলোড করতো। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।