ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে রাহাত ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০ টার সময় জেলার পীরগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার । রাহাত দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার মানিকপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
পীরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার হরিপদ রায় জানান, ওই কিশোর রেললাইন দিয়ে হাঁটছিল। ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ স্টেশনে ঢোকার আগে রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রেনে কাটা পড়ে কিশোশের নিহতের সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির হোসেন জানান, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।