ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই দেশ পূর্ন গঠনের দায়িত্ব নেয় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দেশব্যাপী পরিষ্কার-পরিছন্ন ও যানজট নিরসনে রাজপথে নেমে পড়েছে।
এই ধারাবাহিকতায় সরকারি ইসলামপুর কলেজ, ইসলামপুর আইএইচটি, ইসলামপুর মহিলা ডিগ্রী কলেজসহ ভার্সিটি থেকে আসা শিক্ষার্থীরা ইসলামপুর উপজেলার থানা মোড়, দেনোয়ার মোড় এবং রেলগেইট সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রোববার (৯ আগস্ট) থেকে ইসলামপুরে যানজট নিরসনে দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।
দেশের সঙ্কট মুহূর্তে যখন বাংলাদেশ পুলিশ সদস্যরা কর্মবিরতি নিয়েছে। ঠিক তখন থেকেই শিক্ষার্থীরা আনসার সদস্যদের সাথে ট্রাফিক দায়িত্ব পালন করছে।
আনসার সদস্য (আবদুল্লাহ) বলেন
৫ তারিখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পর পুলিশ সদস্যরা কর্মবিরতি নেয়। সেসময় আমাদের ট্রাফিকের দায়িত্ব দেয়া হয়। আমরা কমসংখ্যক থাকায় দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছিলাম। এসময় ইসলামপুরের শিক্ষার্থীরা আামাদের পাশে এসে দাড়ান এবং তারাও সুন্দর ভাবে দায়িত্ব পালন করছে।
পথচারিরা বলেন, শিক্ষার্থীরা যানজট নিরসনের ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তাদের হাতে ছোট লাঠি, মুখে বাঁশির সুর। মনে হচ্ছে আসল ট্রাফিক পুলিশের সদস্যের দায়িত্ব পালন করছে।
ইসলামপুর কলেজের অর্নাস শিক্ষার্থী আবু সাঈদ বলেন, সারা বাংলাদেশে আন্দোলন শুরু হলে আমরাও ইসলামপুর থেকে আন্দোলনে নেমে পড়ি।
আর এই আন্দোলন করেই আমারা দেশ পেয়েছি তাই এই দেশকে আমাদেরই সাজাতে হবে। আগে অটোস্টেন গুলো থেকে চাঁদা তুলে নিয়ে যেতো ক্ষমতাসীনরা, এখন আর আমরা এসব করতে দিচ্ছি না। ট্রাফিক দায়িত্বও ভালোভাবে পালন করছি।
আমাদের টার্গেট সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলবো এবং যানজটকে নিরসন করব ইনশাআল্লাহ।