ট্রাফিক আইল্যান্ড গুড়িয়ে দিল  ঘাতক ট্রাক

লেখক: হুমায়ুন কবির
প্রকাশ: 18 hours ago

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
দূর্ঘটনার সময়ে কোন ট্রাফিক পুলিশ ছিল না। তাই কোন প্রানহানী না ঘটলেও ঘাতক ট্রাকের আঘাতে দুমড়ে মুচড়ে গুড়িয়ে গেছে ট্রাফিক আইল্যান্ডটি। এটি ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসষ্টান্ডে চার রাস্তার মাঝে অবস্থিত ট্রাফিক আইল্যান্ড।
বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে ওই দূর্ঘটনাটি ঘটে। তবে, চালক পালিয়ে গেলেও ট্রাকটি ট্রাফিক
পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। কালীগঞ্জ ট্রাফিক পুলিশের এস আই রাসেল হোসেন জানায়, ভোরে
যশোরমুখী একটি ট্রাক মেইন বাসষ্টান্ডে প্রধান ট্রাফিক আইল্যান্ডে আঘাত হানে। এ দূর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে ট্রাকটি তাদের জিম্মায় নেয়। তিনি জানান, ওই সময়ে তাদের কোন ট্রাফিক
সদস্য দ্বায়িত্বে না থাকায় কোন প্রানহানী ঘটেনি। তবে আইল্যান্ডটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, পরে ওই
ট্রাকের মালিককে খবর দিলে ট্রাক মালিক ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশের মধ্যস্থ্যতায় ট্রাকের মালিক ক্ষতিগ্রস্থ্য আইল্যান্ডের যাবতীয় কাজ করার প্রতিশ্রুতি দিলে ট্রাকটি মালিকের জিম্মায় দেওয়া হয়।
error: Content is protected !!