টুঙ্গিপাড়ায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
টুঙ্গিপাড়ায় পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে এর অর্থায়নে ২০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।
এরপর এক আলোচনা সভা ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল মান্নান খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেখ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ সুমন। স্বাগত বক্তব্য রাখেন পিপল’স এইড ইন্টারন্যাশনাল, ইউকে এর পরিচালক সেলিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপল’স এইড ইন্টারন্যাশনাল, ইউকে এর চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ। এসময় তিনি বলেন আমরা বিগত দিনে পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম , ফেনী, সিলেট, বগুড়া সহ বিভিন্ন জেলায় একাধিকবার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ২৬১টি হুইলচেয়ার বিতরণ করেছি, এবার সরাসরি লন্ডন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে, জাতির পিতার কবর জিয়ারতের মধ্যদিয়ে টুঙ্গিপাড়ায় হুইলচেয়ার বিতরণ করে এবারের কার্যক্রম শুরু করলাম। এবার অন্যান্য স্থানের মধ্যে রয়েছে , বাংলাদেশের ফেনী ও চট্টগ্রাম জেলা, ভারতের কোলকাতা ও নেপালে ১০০ হুইলচেয়ার বিতরণ করা হবে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ও আরো প্রসারিত করা হবে বলেও জানান তিনি।