স্টাফ রিপোর্টার:
দেশ ব্যাপী গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংক টুঙ্গিপাড়া শাখা অফিসের আয়োজনে সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করেন।এসময় টুঙ্গিপাড়া গ্রামীণ ব্যাংকের ম্যানেজার জয়দেব ঘোষ ও বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আরমান বিশ্বাস গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে আম , পেয়ারা, সুপারি, নারিকেল, আমলকি, লেবু সহ বিভিন্ন প্রকার ঔষধী গাছের চারা বিতরণ করেন।
তিনি বলেন দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে গ্রামীন ব্যাংক, সরকারের এ সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষনা করে সারা দেশের গ্রামীন ব্যাংকের সকল শাখার সকল সদস্যকে বিনামূল্যে গাছের চারা বিতরন করছে। এরই অংশ হিসেবে আমরা টুঙ্গিপাড়া শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরন শুরু করেছি। পর্যায়ক্রমে এই শাখার সকল সদস্য’র মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হবে।এসময় উপস্থিত ছিলেন সহকারী ম্যানেজার তাপস বিশ্বাস, রওশন হাবিব, রনজিত মন্ডল, রুবেল সরকার, রত্না রানী, আভিজিৎ কুমার, সালমা বেগম, রেখা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।