টিপ টিপ বৃষ্টি
মুহাঃ মোশাররফ হোসেন
টিপ টিপ করে পড়ছে বৃষ্টি
একধারে চেয়ে আছি মেলে দৃষ্টি,
সবুজ পাতায় পায় জ্বলের পরশ
প্রকৃতির প্রেম হয় হটাৎ সরস।
বৃষ্টির প্রতিক্ষায় তাকিয়ে থাকি
সঙ্গীকে দ্রুত কাছে ডাকি,
দেখছি আকাশে মেঘ করেছে
ময়ূর ময়ূরী নাচন ধরেছে।
মেঘের গুড়ুম গুড়ুম শব্দ শুনি
বিদ্যুৎ চমক দেখে পড়ছে চোখের মনি,
পৃথিবীর বুকে জ্বল ঝরে পড়ছে
ভয়ে সে আমায় জড়িয়ে ধরছে।
তাকে বলি চলো বৃষ্টিতে ভিজি
চলো বর্ষার এই ধারায় দু-জন সাজি,
প্রকৃতিকে আজ স্বাগত জানাই
প্রেমের স্নিগ্ধা আর সিক্ততা পাই।