টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

মোঃ বুলবুল হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: 

প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এই প্রতিপ্রাদ্যে আজ ৫ই জুন সারা পৃথিবীর ন্যায় টাঙ্গাইলেও পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাই‌লের আয়োজনে সকাল ৯ টায় ডিস্ট্রিক গেট থেকে র‍্যালী অনুষ্ঠিত হয়। সবুজ পৃথিবী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বন্ধু ফাউন্ডেশন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক এনজিও ও শিল্পপ্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে অংশগ্রহন করেন । র‍্যালী শুরু হওয়ার আগে দিবসের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক মোঃ তুহিন আলম, সজীব ঘোষ, সবুজ পৃথিবী ও পরিবেশ আন্দোলন বাপা টাঙ্গাইল শাখার সাধারণ সম্পাদক সহিদ মাহমুদসহ অনেকেই। র‍্যালী শেষে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লারের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। স্বগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন। পরিবেশ বিষয়ক গান পরিবে‌শন করেন সবুজ পৃথিবীর কৃষক আরফান আলী। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সবার মাঝে বিভিন্ন ধরনের গাছের তারা বিতরণ করা হয়।

error: Content is protected !!