হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সামিউল আলম সাফিন স্মৃতি আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মর্নিং গ্লোরি চেস ক্লাব ঝিনাইদহ এর আয়োজনে ভেন্যু: আয়োজন কমিউনিটি হল (আহার রেস্টুরেন্ট) ঝিনাইদহ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ ও ৭ ডিসেম্বর দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া মর্ণিং গ্লোরী চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ রতন কুমার পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কালীচরণ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সোনালী ব্যাংক পি এল সি এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু তারিক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সুব্রত বসু বাপ্পি।
ঢাকা সিলেটসহ সারা দেশের মোট ৭৪ জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হবে।