ঝিনাইদহের সদর হতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-৬

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে আসছে। এছারাও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতারের মাধমে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৩ই মে ১১টার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার সিআর নং-৩৭১/২১ এর নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার মহিষাকুন্ডু গ্রামস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানার মহিষাকুন্ডু গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী- মোঃ সানি মুন্সি(৩৪), পিতা- মৃত হারুণ মুন্সি, সাং- মহিষাকুন্ডু, থানা- সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

 

সামাজিক মাধ্যমে সংবাদটি শেয়ার দিন।

error: Content is protected !!