হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি:
ঝিনাইদহে এলাকার সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে ও সমাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে সম্প্রতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে সিদ্ধেশ্বরী মন্দির চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময়ে প্রধান অতিথি ছিলেন কন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।প্রধান অতিথি বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন,সম্প্রতির বাংলাদেশে আর বিশৃঙ্খলা করার সুযোগ নাই। এলাকার সাম্প্রদায়িক সম্প্রতি
বজায় রাখতে ও সমাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় আসন্ন দূর্গপূজায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি ।উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক গোলাম
রসুল,সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন রেজা,নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মন্দিরের সভাপতি বঙ্কিম মুখার্জী,যোগেন বিশ্বাসসহ আরো অনেকে।
নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে দুপুর ৩ টা থেকে শুরু হয়ে সমাবেশ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সমাবেশে নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।