সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থবর্ষ পর্দাপণ উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।শুক্রবার বিকেলে যশোরের ঝিকরগাছার বায়সা-চাঁদপুর দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও গুনিজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও আক্তারুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শাহ্ সিমেন্ট লিমিটেডের সহ-ব্যবস্থাপক তারাপদ রায় স্বপন, বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট কোম্পানির ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার হিমেল আশরাফ,ডাক্তার শাম্মী ইয়াসমিন, কৃষি উদ্যোক্তা রোজী মৃধা,সালেহা কবির জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সাদামনের মানুষ খ্যাত সায়েদ আলী,এলাকার প্রথম ফুলচাষি শেরআলী সরদার, ফিরোজ আহম্মদ, অনুষ্ঠানের আহবায়ক রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, স্বপ্নচূড়ার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি করিম মোহাম্মদ নান্নু। পরে বিভিন্ন ক্যাটেগরিতে বিশেষ অবদানের জন্য ২৫জন গুণীজনকে স্বপ্নচূড়া সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।