সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মধ্যেবৃত্ত পরিবারের মাঝে নামমাত্র মূল্যে ২০ টাকায় কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার কুল্লা বাজার প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে ও শিক্ষাবিদ আতাউর রহমানের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝিকরগাছা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আয়ুব হোসেন এর সভাপতিত্বে এবং কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তরুণ সমাজসেবক আজাহারুল ইসলাম,আব্দুল মান্নান,শিমলা বিশ্বাস,পল্লী চিকিৎসক জাহিদ হাসান মিলন প্রমুখ।