সোহেল রানাঃ
যশোরের ঝিকরগাছায় তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে হাফেজদের পাগড়ি প্রদান করা হয়েছে।মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম বাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বর্ণি পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মেহেদী হাসান, হাফেজ হযরত মাওলানা আবুজার গিফারী, বর্ণি পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আতিয়ার রহমান, দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।
পরে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশন ও গ্রাম বাসীর উদ্যোগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান দীপু,বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী সহ ১৫জনকে সম্মাননা ক্রেস্ট এবং ৬জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।