সোহেল রানাঃ
বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান, বাংলাদেশকে বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় গাছের চারা বিতরণ ও গুনিজন সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপরে বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঝিকরগাছার বেজিয়াতলা আলিম মাদ্রাসার হলরুমে ছাত্র-ছাত্রীদের মাঝে ৬শ’ ৫০পিস ফলজ, বনজ, ঔষধি গাছের চারা ও গুনিজন সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বেজিয়াতলা আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোঃ দ্বীন ইসলামের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাবেক শিক্ষক আতাউর রহমান, সাংবাদিক এম আর মাসুদ, শিক্ষক সাইফুল আলম, সমাজসেবক শহীদ মির্জা তপু প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য ১০জনকে গুনিজন সংবর্ধনা দেয়া হয়েছে।