ঝিকরগাছায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

সোহেল রানাঃ

“বাংলাদেশের গাছ, বাংলাদেশের প্রাণ, গাছ লাগান বাংলাদেশকে বাঁচান”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সৃষ্টির সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় ঝিকরগাছার কুলিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ৩শ’ পিস গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার সুপার আব্দুল জব্বার আজাদীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছার এস,কে ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, সহকারী শিক্ষক আবু সালেহ মূসা, আবু সাঈদ, ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ৩শ’ পিস গাছের চারা বিতরণ এবং এক নারীকে মরনোত্তর রত্নাগর্ভ মা হিসেবে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।

error: Content is protected !!