সোহেল রানাঃ
বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পাখিদের আবাসস্থল রক্ষার্তে গাছে গাছে কৃত্রিম বাসা টাঙ্গিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকালে বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে এবং স্বপ্নছোঁয়ার সভাপতি তরিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় উপজেলার কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিনটি ডাহুক পাখি উন্মুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পানিসারা ইউপির মহিলা সদস্য হাসনা হেনার সভাপতিত্বে এবং স্বপ্নছোঁয়া সংগঠনের পরিচালক রোভার রাজিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক মীর ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস,কে ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক ও স্বপ্নছোঁয়া উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রঘুনাথনগর কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাজান কবীর, রংধনু সেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও বোর্ড অব ডাইরেক্টর শুকুর আলী, স্বপ্নছোঁয়ার সহ-সভাপতি সজিব আহমেদ শুভ, সাংগঠনিক সম্পাদক ইস্কানদার হোসেন, কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডাঃ জবেদ আলী প্রমুখ।