সোহেল রানাঃ
বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ " পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় গাছে গাছে কৃত্রিম বাসা টাঙ্গিয়ে গড়ে দিলেন পাখীদের নিরাপদ আবাসস্থল।
শনিবার সকাল ১১টায় বর্ণিল সমাজকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদি হাসান দিপুর আয়োজনে ও বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সার্বিক সহযোগিতায় উপজেলার রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবর রহমানের সঞ্চালনায় ও কোরবান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফুল বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম হাসানুল বান্না, বিশিষ্ট সমাজসেবক ও কুলিয়া ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক এম আর মাসুদ প্রমুখ। অনুষ্ঠান শেষে গাছে গাছে শতাধিক কৃত্রিম পাখির বাসা টাঙ্গানো হয়।
একই সাথে বিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ফুল বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, ঝিকরগাছা এসকে ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান, জান্নাত ফাউন্ডেশনের সভাপতি সালমা খাতুন, বর্ণিল সমাজকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদি হাসান দিপুকে এবং সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর পক্ষ থেকে চারজনকে আরবি হরফে লেখা সম্বলিত সম্মাননা দেয়া হয়েছে।