ঝিকরগাছায় অসহায়-দুঃস্থ প্রবীণদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

সোহেল রানাঃ

কনকনে শীতে কাঁপছে গোটা দেশ। এতে বিপাকে পড়েছে ঝিকরগাছা উপজেলার শীতার্ত মানুষ। আর এই শীতে বেশি কষ্টে রয়েছে সমাজের অসহায়-দুঃস্থ মানুষ। গরীব দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার পানিসারা ইউনিয়নের কয়েকটি এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে অসহায় দুঃস্থ প্রবীণ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকালে বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর উদ্যোগে এবং জান্নাত ফাউন্ডেশনের পরিচালক সালমা খাতুন মণির আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, সিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, মোঃ ইকরামুল ঢালীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

error: Content is protected !!