ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ নিহত ১৯

লেখক:
প্রকাশ: 1 year ago

নিউজ ডেক্স :

ঝালকাঠির রাজাপুর উপজেলার ছত্রকান্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বাসার স্মৃতি পরিবহনের একটি বাস ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।

জেলা সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ১৯টি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

error: Content is protected !!